Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Tega Canel
Details

ঠেগা খাল ভারতের মিজোরাম পাহাড়ি এলাকা হতে উৎপত্তি লাভ করেছে। অতঃ পর এই নদীর রাঙ্গামাটি  জেলার কাপ্তাই লেক পর্যন্ত প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে নিপতিত হয়েছে। খালটির তীরে ইউনিয়নের ২টি বাজার আদিয়াবছড়া বাজার, বগাখালী বাজার গড়ে উঠেছে। শুকনা মৌসুমে এ খাল দিয়ে বাশের সাকো ও নৌকা দিয়ে মালা-মাল সারা বছর পরিবহন করা হয়। খালটি বরকল উপজেলার দিয়ে প্রবাহকালে বেশ কয়েকটি ছোট-বড় খাল ও ছড়া এই নদীর সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়।