Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Gilaludi Mon Nature
Details

৪নং দুমদুম্যা ইউনিয়নের সবচেয়ে উঁচুতে দারিয়ে আছে ঘিলালুদী মোন পাহাড়টা। এ পাহাড়ের চূড়ায় উঠে ভারতের মিজোরাম অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। ঝিরঝির বাতাস, চারদিকে নির্জন পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য লোকমনকে সহজেই মুগ্ধ করে। এর চূড়ায় উঠে চারদিকে তাকালে মনে হয় যেন পাখির মতন উড়ে উড়ে পৃতিবীটাকে দেখছি। পাহারটির উচ্চতা আনুমানিক ৩০০ ফুট। এইখানে ঘিলালুদী মোন নামে একটা বৌদ্ধ মন্দির আছে। ঘিলালুদী মোহ পাড়ার বিলাইছড়ি সাথে যোগাযোগের মাধ্যম। পাহাড়ে যেতে হলে গবছিড় হয়ে যেতে হবে। শীতকালে মোটর সাইকেল ভাড়া করে গবছড়ি পর্যন্ত গিয়ে এরপর হেঁটে যেতে হবে। এ জন্য অবশ্যই পাহাড়ে ওঠার অভ্যাস থাকতে হবে। আরেকটু আরামে যেতে চাইলে ঘিলালুদী মোন পাদদেশে নির্মিত কাচা রাস্তা দিয়েও যেতে পারেন।