(১২ইমে, ১৯৯৭খ্রীঃতারিখের গেজেটে প্রকাশিত নীতিমালা মোতাবেক)
১।(ক) দরখাস্তকারী কোন শ্রেণীর ভূমিহীন (প্রযোজ্য ক্ষেত্রে/ ক্ষেত্রসমূহে চিহ্ন দিন)।
(১) দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবার।
(২) নদী ভাঙ্গা পরিবার
(৩) সক্ষম পুত্রসহ বিধবা বা স্বামী পরিত্যক্তা পরিবার।
(৪) কৃষি জমি নাই ও বাস্তবাটিহীন পরিবার।
(৫) অনধিক ০.১০একর বসতবাটি আছে কিন্তু কৃষি নাই এমন কৃষি নির্ভর পরিবার।
(৬) অধিগ্রহনের ফলে ভূমিহীন হইয়া পড়িয়াছে এমন পরিবার।
(খ) ভূমমীহীন শ্রেণীর স্বপক্ষে দাখিল কৃত কাগজপত্রঃ
(১) যথাযথ কতৃপক্ষ কতৃক প্রদত্ত সনদপত্র।
(২) ইউনিয়ন চেয়ারম্যান/পৌর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের সনদপত্র।
(৩) অন্যান্য।
২।দরখাস্তকারীর পরিবার প্রধানের নাম : ....................................................। বয়সঃ................
৩।দরখাস্তকারীর পিতা/ স্বামীর নাম : ................................................। জীবিত/ মৃত...........
৪।দরখাস্তকারীর জন্মস্থান/ ঠিকানা : গ্রামঃ........................................................................
ইউনিয়নঃ..................................................................
উপজেলাঃ.................................................................
জেলাঃ.....................................................................
৫।পরিবার প্রধানের স্ত্রী/ স্বামীর নাম ঃ ................................................।বয়স...................
৬।দরখাস্তকারীর পরিবারের সদস্যের নামঃ
ক্রমিকনং |
নাম |
বয়স |
সম্পর্ক |
কিকরেন |
মন্তব্য |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
৭।দরখাস্তকারীর নিজের বসতবাটির বিবরণ ঃ........................................................................
৮।নিজের বসতবাটি না থাকিলে পরিবার যেখানে
বাস করে উহার বিবরণ(বর্তমান ঠিকানা) ঃ.......................................................................
৯।দরখাস্তকারী অথবা তাহার পিতা/ মাতা পূর্বে
কেনা খাস জমি পাইয়া থাকিলে উহার বিবরণ ঃ.......................................................................
১০।খাসজমির জন্য কোন জায়গায় দরখাস্ত
করিলে উহার বিবরণ ঃ.......................................................................
১১।নদীভাঙ্গা পরিবার হইলে কবে কোথায় কিভাবে
নদী ভাঙ্গিয়া ছিল এবং সেই জায়গায় কোন দলিল
দস্তাবেজ থাকিলে উহার বিবরণ ঃ.......................................................................
১২।পরিবারের কেহ শহীদ বা পঙ্গু মুক্তিযোদ্ধা হইলে
তাহার বিস্তারিত পরিচয় ও শহীদ কিংবা পঙ্গু
হইবার বিবরণ ও প্রমান (প্রয়োজনে পৃথক
কাগজ ব্যবহার করিতে হইবে ঃ.......................................................................
১৩।দরখাস্তকারীর দখলে কোন খাসজমি জায়গা থাকিলে
উহার বিবরণ কবে হইতে কিভাবে দখলে আছেন এবং
জমির বর্তমান অবস্থাকি তাহা জানাইতে হইবে।
( প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করিতে হইবে) ঃ...................................................................
১৪।দরখাস্তকারী কোন বিশেষ খাস জমি পাইতে চাহিলে
তাহার কারন ও বিবরণ ঃ..................................................................
১৫।প্রার্থীর জায়গা বন্দোবস্ত দেওয়া সম্ভবনা হইলে
অন্য কোন এলাকা হইতে জমি চাহেন। (ক্রমানুসারে
২/৩টি মৌজার নাম উল্লেখ করিতে হইবে) ঃ..................................................................
১৬।দরখাস্তকারী সম্পর্কে ভাল জানেন এমন দুই
জনগণ্য মান্যলোকের নাম ও ঠিকাণা ঃ...................................................................
শপথনামাঃ
আমি.............................................................. পিতা/স্বামীঃ........................................................... শপথ করিয়াবলিতেছি যে,
আমার সম্পর্কে উপরোক্ত বিবরণ আমি পড়িয়াছি অথবা আমাকে পড়িয়া শুনানো হইয়াছে। প্রদত্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। উক্ত বিবরণের কোন অংশ, ভবিষ্যতের যে কোন সময়ে মিথ্যা প্রমাণিত হইলে আমাকে প্রদত্ত বন্দোবস্তকৃত জমি বিনা ও জরে সরকারের বরাবরে বাজেয়াপ্ত হইবে এবং আমিবা আমার ওয়ারিশান উহার বিরোদ্ধে কোন প্রকার আইনতঃ দাবী দাওয়া করিতে পারিবেনা। করিলে ও কোন আদালতে গ্রহন যোগ্য হবেনা। আমি শপথ পূর্বক আরও বলিতেছি যে, আমার এবং আমার স্ত্রীর/স্বামীর নামে খাসজমি বন্দোবস্ত দেওয়া হইলে উহা আমরা নিজে চাষাবাদ করিব। বর্গাদার দিয়ে কোনভাবে চাষ করিবনা এবং হস্তান্তর করিবনা। আমি দরখাস্তের সকল মর্মজানিয়া শুনিয়া এবং বুঝিয়া জ্ঞানে সই করিলাম/ টিপসই দিলাম।
দরখাস্তকারীরসই/ টিপসই
সনাক্তকারীরসই/ টিপসই
দরখাস্ত ফরম পূরণকারীর নাম ঃ...........................................................
দরখাস্ত পূরণকারীর পিতা/স্বামীর নামঃ........................................................................................
পদবী ঃ........................................................................................
ঠিকানা ঃ........................................................................................
সংশ্লিষ্ট ভূমি রাজস্ব অফিস পূরণ করিবে
১।দরখাস্ত প্রাপ্তির তারিখ:.................................................................... সময়: .........................
প্রাপ্তির ক্রমিক: .........................................................................
প্রদত্ত রশিদের ক্রমিক নম্বর: ...............................................................
ভূমি রাজস্ব অফিসের সহকারীর স্বাক্ষর রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS