Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Visit to 4No. Dumdumya Union from 09/02/2012 to 11/02/017
Details

০৯/০২/২০১৭খ্রি: হতে ১১/০২/২০১৭খ্রি: তারিখে
জুরাছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জুরাছড়ি উপজেলাধীন দুর্গম পশ্চাদপৎ ৪নং দুমদুম্যা ইউনিয়নের বগাখালী সহ বিভিন্ন এলাকা সফর করেন। এসময় ৪নং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান জনাব শান্তি রাজ চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, মেডিক্যাল টিম, এনজিও প্রতিনিধিগণ সফর সঙ্গী ছিলেন। এ সময় তিনি পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, পাড়াকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও গরীব, অসহায় দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, সমাজসেবা কর্তৃক দুঃস্থ রোগীদের আর্থিক সাহার্য্য প্রদান, বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে ইউনিয়ন পরিষদ কর্তৃক উপবৃত্তি প্রদানসহ স্বাস্থ্য বিভাগ ও ব্রাক কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন এলাকায় কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি(LLIN) বিতরণ করেন। উল্লেখ্যে জুরাছড়ি উপজেলা সৃষ্টির পর এই প্রথম কোন উপজেলা নির্বাহী অফিসার দূর্গম পাহাড়ী পথ ৩দিন পায়ে হেটেঁ উক্ত এলাকা সমূহ পরিদর্শন করেন।

  সফরের কিছু ছবি  
Attachments
Archieve Date
31/12/2019