৪নং দুমদুম্যা ইউনিয়ন চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, অধ্যুষিত অঞ্চল। সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে চাকমারায় বেশী। এসব উপজাতি লোকেরা নিজ নিজ ভাষা ও সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠানাদি পালন করে থাকে। চাকমারা নিজস্ব ঐতিহ্যগত প্রথা অনুসারে বিবাহসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পাদন করে। তাছাড়া চৈত্র সংক্রান্তি বিজু উৎসব পালন করা হয়। হাল পালনী পালন করা হয়। পাখোয়া সম্প্রদায়ের লোকেরা বড়দিনসহ প্রতি রবিবার স্থানীয় গীর্জায় ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়।।
বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন-চিবর দান, বৈশাখী পূর্নিমা, আষাঢ়ী পূর্নিমা, মধু পূর্নিমা, প্রবারনা পূর্নিমা ও মাঘী পূর্নিমার অনুষ্ঠান পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস