WSIS Project Prizes 2015-এ এটুঅাই প্রোগ্রাম থেকে দাখিলকৃত দু'টি Project যথাক্রমে ৩নং ক্যাটাগরিতে National Portal এবং ৪নং ক্যাটাগরিতে Teachers Portal-কে চুড়ান্তভাবে নির্বাচিত করার জন্য ভোটদান পর্ব চলমান রয়েছে। ভোট দেওয়ার ধাপসমূহ বর্ণনা করে অাপনাদের সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য ভিডিওসহ দু'টি লিংক নিম্নে দেওয়া হল: Facebook: https://www.facebook.com/a2iBangladesh?fref=nf&pnref=story
Youtube: https://www.youtube.com/watch?v=m4E5jsamKP0&feature=youtu.be। এছাড়া বিস্তারিত বিবরণসহ দু'টি ফাইলও সংযুক্ত করা হল। অনুগ্রহপূর্বক নিজে ভোট দিন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন। একাজে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), এসি (আইসিটি), সহকারি প্রোগ্রামার, উপজেলা টেকনিশিয়ান এবং ইউডিসি উদ্যোক্তাগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। WSIS Project Prizes 2015-এ ভোট দেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশকে ভোট দেয়ার লিংক- http://goo.gl/T9zR2N
আইটি টেকনিশিয়ান
জুরাছড়ি, রাঙ্গামাটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস