Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বরকলক পাড়া
বিস্তারিত

বরকলক জুরাছড়ি উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়নের একটি গ্রাম। জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন আয়তনে দ্বিতীয় বৃহত্তম। এটির অবস্থান উপজেলা থেকে উত্তর-পুর্ব দিকে। মুলত বরকলক বলতে যে স্থানকে বুঝায় সেটি হলো "বর" অর্থ বড় "কলক" অর্থ  স্থানীয় ভাষায় এলাকা। মূলত চাকমা, পাংখোয়া আদিবাসী বসবাস করে। বরকলক থেকে ভারতের মিজোরাম সীমান্তের দুরত্ব ৫০ কি.মি.। বিভিন্ন চাষের জন্য  খাদ্যর কোন গাঠতি থাকে না। এখানে তৎকালীন প্রেসিডেন্ট জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ ১৯৮৫ সালে হেলিকপ্টারে করে আসেন। রাতে এই  যখন সোলারের কল্যাণে বাতি জ্বলে উঠে তখন সৃষ্টি হয় অসাধারণ এক পরিস্থিতি । অনেক বাচ্চারা রোড লাইটের নিচে বই নিয়ে বসে পড়ে অথবা ঐ টুকু আলোর ভিতরেই খেলায় মেতে উঠে ।