Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দুমদুম্যা ইউনিয়ন

রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার একটি সীমান্তবর্তী, পাহাড়বেষ্টিত পাহাড়ী ৪নং দুমদুম্যা ইউনিয়ন।এ ইউনিয়ন পরিষদ উপজেলা সদর হতে প্রায়৬০কি. মি. দুরে অবস্থিত। যোগাযোগের একমাত্র মাধ্যম পায়ে হেঁটে যার কোন বিকল্প নেই। দেশের তথা উপজেলার মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন এ জনপদে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, শিল্প কারখানা, ব্যবসা কেন্দ্র, এমন কি যোগাযোগ ব্যবস্থারঅপ্রতুলতা। দুর্গম এলাকার ফলশ্রুতিতেএ এলাকা অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিরূপনে উল্লেখযোগ্যভাবে অনগ্রসর। এঅনগ্রসতার কারণ বিশ্লেষনে প্রথম এবং প্রধান অন্তরায়  যোগাযোগ ব্যবস্থার অভাব। ফলশ্রুতিতে, জনসাধারন খুবই গরীব এবং শিক্ষাক্ষেত্রে অনগ্রসর।

মূলভূখন্ডের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং ভৌগলিক অবস্থানসীমান্তবর্তী হওয়ায় ৪ নং দুমদুম্যাইউনিয়ন অনেক ক্ষেত্রে দেশের অন্যান্য অংশ থেকে পিছিয়েআছে। ৪নং দুমদুম্যাইউনিয়ন পাহাড়ী অধিবাসীর বেশিরভাগই জুম চাষ ও কৃষিকাজের মাধ্যমেজীবিকা নির্বাহ করে। অবকাঠামোগত বিভিন্ন নাগরিক সুবিধার অভাবে অন্য কোনপেশা এখানে গড়ে উঠেনি।
শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, যোগাযোগব্যবস্থা, কলকারখানা, ব্যবসা কেন্দ্র ইত্যাদি এর অপ্রতুলতার কারণে দেশেরঅন্যান্য সমতল অংশের চেয়ে সীমান্তবর্তী পাহাড়ী এলাকাসমূহের ন্যায় ৪ নং দুমদুম্যা ইউনিয়নেঅর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিরূপনে অনেকটাই অনগ্রসর। বিশ্বায়নের যুগেমানুষের মৌলিক অধিকারসমূহ নিশ্চত করতঃ জীবন-মান উন্নয়ন ও রাষ্ট্রের অভিষ্ঠলক্ষ্য বাস্তবায়নে সহায়তা প্রদান প্রতিটি সচেতন মহলের অনস্বীকার্য দায়িত্ব, এতে কোন সন্দেহ নেই। এ দায়িত্ববোধ বিচারে উল্লেখিত পাহাড়ী এলাকার অনগ্রসতার কারণ বিশ্লেষনে প্রথম এবং প্রধান কারণ যোগাযোগ ব্যবস্থার অভাব বলেই প্রতীয়মান।

 

ক্রমিক নং

ইউনিয়ন সম্পর্কিত

সংক্ষিপ্ত বণর্না

ক)

ইউনিয়নের আয়তন

প্রায় ১২২.০১ বগর্মাইল বা ৩১৫.৯৮ বর্গ কি:মি:

গ)

লোকসংখ্যা

৭৬০৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)।

ঘ)

গ্রামের সংখ্যা

২৫ টি।

ঙ)

মৌজার সংখ্যা

০ ১ টি।

চ)

হাট/বাজার সংখ্যা

০৩ টি।

ছ)

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম

 পায়ে হেঁটে।

জ)

শিক্ষার হার

২০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৯টি,

বে-সরকারী প্রাঃ বিদ্যালয়- ৩টি, উচ্চ বিদ্যালয়ঃ ২টি

ঝ)

বর্তমান চেয়ারম্যান

বাবু শান্তি রাজ চাকমা

ঞ)

গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান

- ২ টি।

ট)

ঐতিহাসিক/পর্যটন স্থান

– নাই।

ঠ)

উল্লেখযোগ্য গ্রাম সমূহের নাম

ক্রমিক নং

গ্রামের নাম

 

বামে সুবলং পাড়া

ডানে তেছড়ি

দজরী পাড়া

ভালুকছড়ি পাড়া

স্কুল পাড়া

কান্দ্রেয়াপ ছড়া পাড়া

লুত্যাছড়া পাড়া

অত্যালছড়া পাড়া

সাংজল পাড়া

১০

কান্দেককদাছড়া পাড়া

১১

বরকলক পাড়া

১২

গাছতুলী পাড়া

১৩

শাল বাগান পাড়া

১৪

ভারালছড়া পাড়া

১৫

মিড পয়েন্ট পাড়া

১৬

ফুটছড়ি পাড়া

১৭

হরিণছড়া পাড়া

১৮

চুমাচুমি পাড়া

১৯

বল্টুসুগ পাড়া

২০

লাম্বাবাগ পাড়া

২১

মংছড়ি পাড়া

২২

গর্জন তুলী পাড়া

২৩

বাঘমারাছড়া পাড়া

২৪

গন্দাছড়া পাড়া

২৫

বালুছড়া পাড়া

২৬

কুলুকপানি ছড়া পাড়া

২৭

ঘিলালুদিছড়া পাড়া

২৮

লাতোয়াম পাড়া

২৯

শিমাইতুলী পাড়া

৩০

নাকশোতুলী পাড়া

৩১

ছোট কড়ইদিয়া পাড়া

৩২

দুলুছড়ি পাড়া

৩৩

দুদুকছড়ি পাড়া

৩৪

ছিলছড়া পাড়া

৩৫

বগাখালী পাড়া

৩৬

আনন্দ পাড়া

৩৭

কালাপুনছড়া পাড়া

৩৮

সুরেশ্বর পাড়া

৩৯

কুলুগছড়া পাড়া

৪০

গলাছড়ি পাড়া

৪১

মঙ্গল ধন পাড়া

৪২

দুমদুম্যা পাড়া

৪৩

করল্যাছড়ি পাড়া

৪৪

মন্দিরাছড়া পাড়া

৪৫

কজতুলী পাড়া

৪৬

আদিয়াবছড়া পাড়া

৪৭

পুন্যমনি পাড়া

৪৮

রক্তছড়া পাড়া

৪৯

থুমপাড়া

৫০

কদমতুলী পাড়া

৫১

মন্দিরাছড়ামুখ পাড়া

৫২

এ্যাটছড়ি পাড়া

৫৩

জামেরছড়ি পাড়া

৫৪

আদিয়াবছড়া মুখ পাড়া

৫৫

বস্তিপাড়া

৫৬

ফকিরাছড়ি পাড়া

৫৭

রাঙ্গাপানিছড়া পাড়া

৫৮

বেগাবেক্যাছড়া পাড়া

৫৯

চিগন তারাবন্যা পাড়া

৬০

কান্দ্রাছড়া পাড়া

৬১

কলাবনছড়া পাড়া

৬২

কান্দ্রাছড়ামোন পাড়া

৬৩

মন্দিরাছড়া পাড়া

৬৪

এ্যাটছড়ি পাড়া

৬৫

মন্দিরাছড়ামোন পাড়া

ড)

ইউনিয়ন পরিষদের জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।